Tips71: চাকরি প্রস্তুতি
ব্লগারে আমাদের ফলো করুন বাটন অ্যাড করুন খুব সহজে (কোড সহ )

ব্লগারে আমাদের ফলো করুন বাটন অ্যাড করুন খুব সহজে (কোড সহ )

আমাদের ফলো করুন সেকশন ব্লগারে যুক্ত করার সহজ ও সুন্দর উপায়

বর্তমানে ব্লগ বা ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া ফলো বাটন থাকা অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এতে পাঠকরা সহজেই আমাদের ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম পেজে যুক্ত হতে পারে। আজ আমি তোমাদের দেখাবো কীভাবে নিজের Blogger সাইটে একটি সুন্দর ও মোবাইল-ফ্রেন্ডলি "আমাদের ফলো করুন" সেকশন যুক্ত করা যায়।

কেন এই সেকশন দরকার?

  • পাঠকেরা সহজেই তোমার সোশ্যাল লিংকে যেতে পারবে
  • ব্র্যান্ডিং এবং ট্রাস্ট বাড়াবে
  • ব্লগের ডিজাইন আরও প্রফেশনাল দেখাবে

কোড যুক্ত করার নিয়ম

তুমি নিচের কোডটি কপি করে Blogger → Layout → Add a Gadget → HTML/JavaScript এর মধ্যে পেস্ট করো। তার আগে অবশ্যই লাস্টে দেওয়া "Font Awesome" লাইব্রেরি যুক্ত করতে ভুলবে না, না হলে আইকনগুলো দেখা যাবে না।

<style>
  .follow-us-box {
    max-width: 700px;
    margin: 40px auto;
    padding: 25px;
    background: #ffffff;
    border-radius: 16px;
    box-shadow: 0 5px 20px rgba(0, 0, 0, 0.08);
    text-align: center;
    border-top: 5px solid #7b2ff7;
    font-family: 'Hind Siliguri', sans-serif;
  }
  .follow-us-box h2 {
    font-size: 22px;
    margin-bottom: 15px;
    color: #333;
  }
  .social-icons {
    display: flex;
    justify-content: center;
    flex-wrap: wrap;
    gap: 15px;
    margin-top: 15px;
  }
  .social-icons a {
    display: inline-flex;
    align-items: center;
    justify-content: center;
    width: 48px;
    height: 48px;
    border-radius: 50%;
    color: #fff;
    font-size: 20px;
    text-decoration: none;
    transition: 0.3s ease;
  }
  .social-icons a:hover {
    transform: scale(1.1) rotate(5deg);
  }
  .facebook { background: #3b5998; }
  .telegram { background: #0088cc; }
  .whatsapp { background: #25D366; }
  .youtube  { background: #FF0000; }
  .instagram {
    background: radial-gradient(circle at 30% 30%, #fdf497 0%, #fd5949 50%, #d6249f 75%, #285AEB 100%);
  }
</style>

<div class="follow-us-box">
  <h2>আমাদের ফলো করুন</h2>
  <div class="social-icons">
    <a class="facebook" href="https://www.facebook.com/ariyan.shuvo.827630" target="_blank"><i class="fab fa-facebook-f"></i></a>
    <a class="telegram" href="https://t.me/01311008164" target="_blank"><i class="fab fa-telegram-plane"></i></a>
    <a class="whatsapp" href="https://wa.me/01311008163" target="_blank"><i class="fab fa-whatsapp"></i></a>
    <a class="youtube" href="https://youtube.com/" target="_blank"><i class="fab fa-youtube"></i></a>
    <a class="instagram" href="https://instagram.com/" target="_blank"><i class="fab fa-instagram"></i></a>
  </div>
</div>

<!-- Font Awesome Icon CDN -->
<link rel="stylesheet" href="https://cdnjs.cloudflare.com/ajax/libs/font-awesome/6.5.0/css/all.min.css">

অতিরিক্ত টিপস:

  • প্রয়োজনে আরও সোশ্যাল লিংক যেমন TikTok, LinkedIn ইত্যাদি যোগ করতে পারো।
  • এই সেকশনটা Footer, Sidebar বা Newsletter এর নিচে বসালেই দারুণ মানাবে।

আশা করি এই টিউটোরিয়াল তোমাদের কাজে আসবে। যদি কোনও সমস্যা হয়, কমেন্টে জানাও। নতুন ডিজাইন ও ফিচার নিয়ে আবারও হাজির হবো ইনশাআল্লাহ। 😊

চাকরি এবং বিসিএস পরীক্ষার জন্যে বাছাই করা বেস্ট জিকে প্রশ্ন এবং উত্তর

চাকরি এবং বিসিএস পরীক্ষার জন্যে বাছাই করা বেস্ট জিকে প্রশ্ন এবং উত্তর

বেস্ট জিকে প্রশ্ন উত্তর
বেস্ট জিকে প্রশ্ন উত্তর 



আজকের আপনাদের মাঝে চাকরির পরীক্ষা বা বিসিএসের জন্যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। বর্তমানে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে হলে জ্ঞানের পরিধি বিস্তৃত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস ইত্যাদি ক্ষেত্রে সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে চাকরির পরীক্ষা এবং বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর তুলে ধরা হল:

ইতিহাস ও ঐতিহ্য


প্রশ্ন: কোন যুগে মানুষের অভির্বাব ঘটেছে?
উত্তর: ক্রিটেসাস যুগে।

প্রশ্ন: ইতিহাসে কে প্রথম লিখিত আইন প্রণয়ন করেন?
উত্তর: হাম্বুরাবি।

প্রশ্ন: বাবরি মসজিদ ভারতের কোন জায়গায় ছিল?
উত্তর: অযোধ্যা।

ভূগোল ও পরিবেশ 


প্রশ্ন: পৃথিবীতে মোট কতটি মহাসাগর আছে?
উত্তর: ৫টি। (প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর)

রাজনীতি ও সরকার


প্রশ্ন: ভারতের পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি?
উত্তর: বিধানসভা।

প্রশ্ন: নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
উত্তর: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।

প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর: ট্রাইগবে লাই।

সাহিত্য ও সংস্কৃতি


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি?
উত্তর: প্রকৃতির প্রতিশোধ।

প্রশ্ন: কবি আলাওলের উপাধি কি?
উত্তর: মহাকবি।

প্রশ্ন: কোন উপন্যাসের নায়িকার নাম কুমুদিনী?
উত্তর: যোগাযোগ উপন্যাস।

প্রশ্ন: বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম কি?
উত্তর: ইমাম হোসেন।

প্রশ্ন: তালাশ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: শাহীন আক্তার।

বাংলাদেশ বিষয়াবলি


প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার রং কতটি?
উত্তর: ২টি। (গাঢ় সবুজ ও লাল)

প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা। (রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর অবস্থিত)

প্রশ্ন: বাংলাদেশ চা বোর্ড কোন জেলায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রাম।

প্রশ্ন: শেখ হাসিনা কবে পদত্যাগ করেছিলেন?
উত্তর: শেখ হাসিনা ২০০১ সালে পদত্যাগ করেছিলেন।

প্রশ্ন: বর্তমান বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে?
উত্তর: বাংলাদেশে বর্তমানে অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা নেই।

আন্তর্জাতিক


প্রশ্ন: লেবাননের মুদ্রার নাম কি?
উত্তর: পাউন্ড। (লেবাননের মুদ্রার নাম "লিরা"। "পাউন্ড" যুক্তরাজ্য, মিশর ইত্যাদি দেশের মুদ্রার নাম।)

প্রশ্ন: টাইমস কোন দেশের পত্রিকার নাম?
উত্তর: যুক্তরাজ্য। (অস্ট্রেলিয়ায় "দ্য অস্ট্রেলিয়ান" এবং "দ্য এজ" নামে জনপ্রিয় পত্রিকা আছে। )

প্রশ্ন: মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর: উত্তর মেসিডোনিয়া। (তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের স্কোপজে, বর্তমান উত্তর মেসিডোনিয়া)।

এগুলা বাদে আরও নানান বিষয় থেকে জ্ঞানমূলক জিকে প্রশ্ন আসতে পারে। তাই নিয়মিত পত্র-পত্রিকা পড়া, বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করা এবং নিয়মিত প্রশ্নোত্তর অনুশীলন করা একজন বিসিএস বা চাকরি প্রত্যাশি লোকের মূল কাজ।প্রিয় পাঠক আজকের পোস্টটি এখানেই শেষ করা হলো।পরবর্তীতে ধারাবাহিকভাবে চাকরি এবং বিসিএস এর জন্যে গুরুত্বপূর্ন জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে।ততক্ষন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যা এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে।