Tips71: ইন্টারনেট অফার
ব্লগারে আমাদের ফলো করুন বাটন অ্যাড করুন খুব সহজে (কোড সহ )

ব্লগারে আমাদের ফলো করুন বাটন অ্যাড করুন খুব সহজে (কোড সহ )

আমাদের ফলো করুন সেকশন ব্লগারে যুক্ত করার সহজ ও সুন্দর উপায়

বর্তমানে ব্লগ বা ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া ফলো বাটন থাকা অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এতে পাঠকরা সহজেই আমাদের ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম পেজে যুক্ত হতে পারে। আজ আমি তোমাদের দেখাবো কীভাবে নিজের Blogger সাইটে একটি সুন্দর ও মোবাইল-ফ্রেন্ডলি "আমাদের ফলো করুন" সেকশন যুক্ত করা যায়।

কেন এই সেকশন দরকার?

  • পাঠকেরা সহজেই তোমার সোশ্যাল লিংকে যেতে পারবে
  • ব্র্যান্ডিং এবং ট্রাস্ট বাড়াবে
  • ব্লগের ডিজাইন আরও প্রফেশনাল দেখাবে

কোড যুক্ত করার নিয়ম

তুমি নিচের কোডটি কপি করে Blogger → Layout → Add a Gadget → HTML/JavaScript এর মধ্যে পেস্ট করো। তার আগে অবশ্যই লাস্টে দেওয়া "Font Awesome" লাইব্রেরি যুক্ত করতে ভুলবে না, না হলে আইকনগুলো দেখা যাবে না।

<style>
  .follow-us-box {
    max-width: 700px;
    margin: 40px auto;
    padding: 25px;
    background: #ffffff;
    border-radius: 16px;
    box-shadow: 0 5px 20px rgba(0, 0, 0, 0.08);
    text-align: center;
    border-top: 5px solid #7b2ff7;
    font-family: 'Hind Siliguri', sans-serif;
  }
  .follow-us-box h2 {
    font-size: 22px;
    margin-bottom: 15px;
    color: #333;
  }
  .social-icons {
    display: flex;
    justify-content: center;
    flex-wrap: wrap;
    gap: 15px;
    margin-top: 15px;
  }
  .social-icons a {
    display: inline-flex;
    align-items: center;
    justify-content: center;
    width: 48px;
    height: 48px;
    border-radius: 50%;
    color: #fff;
    font-size: 20px;
    text-decoration: none;
    transition: 0.3s ease;
  }
  .social-icons a:hover {
    transform: scale(1.1) rotate(5deg);
  }
  .facebook { background: #3b5998; }
  .telegram { background: #0088cc; }
  .whatsapp { background: #25D366; }
  .youtube  { background: #FF0000; }
  .instagram {
    background: radial-gradient(circle at 30% 30%, #fdf497 0%, #fd5949 50%, #d6249f 75%, #285AEB 100%);
  }
</style>

<div class="follow-us-box">
  <h2>আমাদের ফলো করুন</h2>
  <div class="social-icons">
    <a class="facebook" href="https://www.facebook.com/ariyan.shuvo.827630" target="_blank"><i class="fab fa-facebook-f"></i></a>
    <a class="telegram" href="https://t.me/01311008164" target="_blank"><i class="fab fa-telegram-plane"></i></a>
    <a class="whatsapp" href="https://wa.me/01311008163" target="_blank"><i class="fab fa-whatsapp"></i></a>
    <a class="youtube" href="https://youtube.com/" target="_blank"><i class="fab fa-youtube"></i></a>
    <a class="instagram" href="https://instagram.com/" target="_blank"><i class="fab fa-instagram"></i></a>
  </div>
</div>

<!-- Font Awesome Icon CDN -->
<link rel="stylesheet" href="https://cdnjs.cloudflare.com/ajax/libs/font-awesome/6.5.0/css/all.min.css">

অতিরিক্ত টিপস:

  • প্রয়োজনে আরও সোশ্যাল লিংক যেমন TikTok, LinkedIn ইত্যাদি যোগ করতে পারো।
  • এই সেকশনটা Footer, Sidebar বা Newsletter এর নিচে বসালেই দারুণ মানাবে।

আশা করি এই টিউটোরিয়াল তোমাদের কাজে আসবে। যদি কোনও সমস্যা হয়, কমেন্টে জানাও। নতুন ডিজাইন ও ফিচার নিয়ে আবারও হাজির হবো ইনশাআল্লাহ। 😊

গ্রামীণ সিমে কম টাকায় বেস্ট ইন্টারনেট অফার

গ্রামীণ সিমে কম টাকায় বেস্ট ইন্টারনেট অফার

 

সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা গ্রামীণ সিমে কম টাকায় বেস্ট এমবি অফার সম্পর্কে জানবো।আমরা অনেকেই প্রতি মাসে অনেক ডাটা ব্যবহার করি।কিন্তু কম টাকায় বেশি ডাটার অফার না জানার কারণে  প্রতি মাসে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তাই আপনাদের সুবিধার জন্যে আজকে গ্রামীণ সিমের কম টাকার বেশি এমবি অফার নিয়ে আলোচনা করবো। ধারাবাহিকভাবে অন্যান্য সিমগুলার অফার নিয়েও পোস্ট করা হবে। অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল পোস্টে যাওয়া যাক।





জিপি ১৫ জিবি ১৩০ টাকা ৭ দিন 

যারা প্রতি সপ্তাহে মুটামুটিভাবে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তাদের জন্যে এই অফারটি বেস্ট।অফারটি সক্রিয় করার জন্যে *১২১*৫০৪৭# এই কোডটি ডায়াল করতে হবে। আর যাদের ফোনে মাই জিপি এপ্স আছে তারা এপ্স এর ইন্টারনেট অপশনে ক্লিক করে এই অফারটি কিনতে পারবেন।


২৫ জিবি ১৯০ টাকা ৭ দিন

 দিনের প্রায় বেশিরভাগ সময় যারা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া প্লাটফ্রমগুলো ব্যবহার করে তাঁদের জন্যে এই অফারটি বেস্ট। অফারটি সচল করার জন্যে *১২১*৫৫৯৮# ডায়াল করতে হবে অথবা ফোনে মাইজিপি এপ্স এর ইন্টারনেট অপশন থেকেও ক্রয় করা যাবে।


১৫ জিবি ২০০ টাকা ৩০ দিন 

যারা অন্যান্য প্লাটফর্মগুলোর চেয়ে সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে তাদের জন্যে এই অফারটি এক কথায় সোনার হরিনের মতো। পূর্বে গ্রামীণ সিমে এই অফারটি চালু ছিলোনা কিছুদিন হলো এটা চালু করেছে গ্রামীণ সিম কর্তুপক্ষ। এই অফারটি চালু করার জন্যে *১২১*৫০২৮# কোডটি ডায়াল করতে হবে অথবা মাইজিপি এপ্স এর মাধ্যমেও ক্রয় করা যাবে।


জিবি ২৫ টাকা ৭ দিন

 যারা খুব বেশি ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। তবে হুটহাট প্রয়োজনের তাগিদে কখনো কখনো ডাটার দরকার পরে। তাদের জন্যে এই অফারটি বেস্ট। অফারটি চালু করার জন্যে *১২১*৫১৮২# কোডটি ডায়াল করতে হবে। কিংবা চাইলে মাইজিপির মাধ্যমেও ক্রয় করা যাবে।


৬জিবি ৮৮ টাকা ৩০ দিন 

যারা শুধু সোশ্যাল মিডিয়া টেক্সট বা নিউসফিড দেখেন তাদের জন্যে এই অফারটি। এই অফারটি চালু করার জন্যে *১২১*৫০৭১# কোডটি ডায়াল করতে হবে। অথবা চাইলে মাইজিপি এপপ্স এর মাধ্যমেও ক্রয় করা যাবে।


৫ জিবি ৫৬ টাকা ১ দিন 

যাদের হঠাৎ কখনো একদিনে একটু বেশি ডাটার দরকার হয়। তাদের জন্যে এই অফারটি বেস্ট। অফারটি সক্রিয় করার জন্যে *১২১*৩০৫৬# কোডটি ডায়াল করতে হবে। তাছাড়া মাইজিপি এপ্স এর মাধ্যমেও ক্রয় করা যাবে।


আজকের পোস্ট এখানেই শেষ। আশা করি পোস্টটির মাধ্যমে আপনাদের উপকার হবে। যদি সত্যি উপকার পেয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করার অনুরোধ থাকবে।